আগৈলঝাড়ায় গৃহবধুর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা গৃহবধু হাসপাতালে ভর্তি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর পরকীয়ায় বাধাঁ দেওয়ায় স্বামীসহ শ্বশুর পরিবারের লোকজন গৃহবধুর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজের অপরাধ ঢাকতে স্ত্রীর পরিবার থেকে মারধর করার অভিযোগ করে হাসপাতালে ভর্তি হয়েছে স্বামী রুবেল। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা গ্রামের ছিদ্দিক বেপারীর ছেলে রুবেল বেপারীর ঘরে স্ত্রী থাকার পরেও পাশ্ববর্তী এক মেয়ের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছিল। স্বামীর পরকীয়ার কথা স্ত্রী ইতি বেগম জানতে পেরে স্বামী রুবেলকে বাধাঁ দেন। এনিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে একাধিকবার ঝগড়াঝাটিসহ মারধরের ঘটনাও ঘটে। উভয় পরিবার থেকে কয়েকবার শালিস-বৈঠক করে তাদের মীমাংসা করে দেওয়া হয়েছিল। তার পরেও রুবেল বেপারী পরকীয় বাঁধ দেয়নি। এঘটনা নিয়ে মঙ্গলবার রাতে রুবেল বেপারী ও স্ত্রী ইতি বেগমের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায় রুবেলসহ পরিবারের অন্য সদস্যরা মিলে ইতি বেগমকে মারধর করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করেন। তার চিৎকারে স্থানীয় এগিয়ে এসে ইতিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করেন। রুবেল নিজের অপরাধ ঢাকতে স্ত্রীর পরিবার থেকে মারধর করার মিথ্যা অভিযোগ করে হাসপাতালে ভর্তি হয়েছে। এঘটনায় ইতি বেগমের পিতা মোস্তফা মোল্লা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *