August 31, 2025, 7:32 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভি-যানে ট্রাফিক আ-ইনে ২১ মাম-লা দা-য়ের  ময়মনসিংহে তিনদফা দা-বীতে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অব-রোধ, ভো-গান্তিতে যাত্রীরা পটুয়াখালীতে যুব অধিকারের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিপি নুর সহ সকল আহ-তদের সুস্থতার জন্য দো-য়া ও মিলাদ সড়ক অ-বরোধ করে মানিকহাট ইউনিয়ন পরিষদে ভূমি অফিস স্থানান্তরের দাবিতে বিক্ষো-ভ ও মা-নববন্ধন আশুলিয়ায় কিশোর গ্যা-ং মা-দক স-ন্ত্রাসীদের অ-ত্যাচারে অতি-ষ্ঠ পোশাক শ্রমিক এলাকাবাসী সুনামগঞ্জ-৫ আসনে জ-মজমাট ল-ড়াইয়ে বিএনপি জামায়াত ও উদীয়মান ইসলামি নেতৃত্ব ধামইরহাটে অ-গ্নিকান্ডে ক্ষ-তিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, টাকার চেক ও খা-দ্যদ্রব্য বি-তরণ পাইকগাছায় পোদা নদী ও গয়সা খাল উন্মুক্তের দা-বীতে মা-নববন্ধন অ-নুষ্ঠিত গোদাগাড়ীর পালপুর মালিগাছায় দু-র্বৃত্তরা নিজ বাড়িতে খু-ন করছে এক বৃদ্ধাকে নলছিটিতে জা-মায়াতের এমপি প্রার্থীর গ-ণসংযোগ
শৈলকুপায় ক্রিকেটার আল-আমিনের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

শৈলকুপায় ক্রিকেটার আল-আমিনের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ক্রিকেটার আল আমিন হোসেনকে নারী নির্যাতনের অভিযোগে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় শৈলকুপা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন আল আমিন হোসেনের স্ত্রী ইসরাত জাহান মিশুর স্বজন ও এলাকাবাসী। বিভিন্ন পোষ্টার, ব্যানার, প্লাকার্ড হাতে বিক্ষোভ-মানববন্ধনে সবাই অংশ নেয় ।দীর্ঘদিন ধরে স্ত্রী মিশুর উপর নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার দুই ছেলের ভোরণ পোষনের দাবি জানান হয় মানববন্ধন থেকে। এ সময় শৈলকুপার ৫নং কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিশুর বাবা ছবিবর রহমান বক্তব্য রাখেন। এছাড়া শৈলকুপার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেন। মানববন্ধনে এলাকার নারীরাও অংশ নেন ।স্থানীয় কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন মানববন্ধনে অংশ নিয়ে বলেন, ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের যে অভিযোগ উঠেছে অবিলম্বে তার তদন্ত সহ আল আমিন কে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন এক আলআমিনের কারণে যেন বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়। ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিশুর বাবা ছবিবর রহমান বলেন, তার কন্যার উপর যে নির্যাতন চলছে তার বিচার করতে হবে, তিনি সবার কাছে মেয়ের জন্য দোয়া চান ।প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বরাবর ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিশুর দায়েরকৃত এক অভিযোগে জানা গেছে, ২০১২ সালে ঝিনাইদহে তাদের বিয়ে হয় । ক্রিটেটার আল আমিন ঝিনাইদহ সদর উপজেলার ক্যাডেট কলেজ পাড়ার শাহ আলমের পুত্র আর তার স্ত্রী ইসরাত জাহান মিশু একই জেলার শৈলকুপা উপজেলার বিত্তিদেবী রাজনগর গ্রামের ছবিবর রহমানের কন্যা। বিবাহিত জীবনে মাহমুদ আমিন মিনহাজ(৬) ও মাহমুদ আমিন মোহাইমিন(২) নামে দুটি পুত্র সন্তান রয়েছে।অভিযোগে স্ত্রী দাবি করেছে, বিয়ের পর থেকে ঢাকার মিরপুরে থাকা অবস্থায় একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন ভাবে তাকে অত্যাচার সহ ভরণ-পোষণ দেয়া বন্ধ করে দেয়। অবৈধভাবে সম্পর্ক গড়া মেয়ের সাথেই বসবাস করছে। প্রায়শ^ই মারধর সহ মানষিক ও শারীরিক নির্যাতনের পাশাপাশি জোরপূর্বক ডিভোর্স পেপারে স্বাক্ষর নেয়ার চেষ্টা করতে থাকে। এমন অবস্থায় চলতি বছরের জুলাই মাসে দুটি সন্তান নিয়ে শ^শুর বাড়ি ঝিনাইদহে চলে আসে। সেখানে শাশুড়ি মনোয়ারা বেগম ও আল আমিন সেখান থেকে তাড়িয়ে দেয় ।স্ত্রী ইসরাত জাহান মিশু অভিযোগে বলছেন আল আমিন জাতীয় ক্রিকেটার হওয়ার কারণে সঠিক ভাবে কোথাও বিচার পাচ্ছেন না। দুই সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন কছেন।

ঝিনাইদহ
আতিকুর রহমান।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD