January 2, 2025, 8:32 pm
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
‘নকল-ভেজাল ঔষধ বর্জন করি, সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় করি’- প্রতিপাদ্য নিয়ে রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেমিস্টস্ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ অডিটোরিয়াম হলরুমে কাজী আখতার হোসেনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক জানান, তারাগঞ্জ উপজেলায় প্রায় ৩ শতাধিক ফার্মাসি গড়ে উঠেছে। আর এ ফার্মাসি গুলোতে যেন নকল-ভেজাল ঔষধ বিক্রয় করতে না পারে। সেই সাথে কোন কোম্পানি যেন আমাদের এ ফার্মাসি গুলোতে কোন প্রকার ভেজাল ঔষধ দিয়ে প্রতারিত না করে এ লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি। সেই সাথে মেয়াদহীন ঔষধ যেন কোম্পানিগুলো ফেরত নেয় তাঁর জন্য কাজ করছি। আমাদের এ সংগঠন দীর্ঘ ২৫ বছর ধরে তারাগঞ্জে কাজ করে যাচ্ছে।
কেমিস্টস্ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির রংপুর শাখার সভাপতি আব্দুল কাদের, সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মারুফ ইলাহী, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক তৌহিদুল ইসলামসহ তারাগঞ্জ উপজেলার সকল ফার্মাসিস্টস্ ও তারাগঞ্জে কর্মরত বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিগন।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির রংপুর শাখার সভাপতি আব্দুল কাদের বলেন , আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হন । সরকার নির্ধারিত এমআরপি রেট কার্যকর করতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে । আমরা কেমিস্টস্ ও ড্রাগিস্টস্-দের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছি ।