খুলনা জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদের নির্বাচনে নাহার আক্তার আবার ভোটের মাঠে

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
আগামী ১৭ অক্টোবর-খুলনা জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদের নির্বাচনে আবার ও ভোটের মাঠে নেমেছেন সাবেক সংরক্ষিত সদস্য ও জাতীয় শ্রমিকলীগ পাইকগাছা উপজেলা শাখার সদস্য নাহার আক্তার। তিনি ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়ে ভোটারদের দুয়ারে-দুয়ারে ভোট প্রার্থনা করে চলেছেন। তিনি গত জেলা পরিষদ নির্বাচনে ১৫ টি ইউনিয়নে সংরক্ষিত আসনে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর তিনি তার নির্বাচনী এলাকায় স্কুল, মসজিদ, মন্দির, ব্রীজ, কালভার্টের ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। নির্বাচনী এলাকায় মানুষের সাথে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন। মানুষের জনসেবায় নাহার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন। মানুষের সেবা করতে যেয়ে তিনি দূর্ঘটনা জনিতকারণে একটি পা হারিয়েছেন। বর্তমান পা হারানো প্রতিবন্ধী অবস্থায় নাহার আবার ও জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। তিনি বলেন আল্লাহ যতদিন জীবিত রাখবেন ততদিন মানুষের সেবা করে যাবেন। তবে এবার নির্বাচনে নাহারকে তিনটি উপজেলার ২৬ টি ইউনিয়ন, ২ টি পৌরসভার মোট ৩৭৩জন ভোটারের মধ্যে লড়তে হবে। যা পূর্ব নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ। নাহার আক্তার পাইকগাছা উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের আব্দুল মাজেদ সরদারের কন্যা। সে সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *