January 15, 2025, 1:38 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় উপপরিচালক ড. চিত্রলেখা
নাজনীন বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন জনগণের অধিকার।
যথাসময়ের তাদের হাতে জন্ম নিবন্ধন সনদ পৌঁছে দিতে
সংশ্লিষ্টদের আরো জোড়ালো ভূমিকা পালন করতে হবে। জন্ম
নিবন্ধন বিষয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং অযুহাত দেখিয়ে
জনগণকে হয়রানি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের
আয়োজনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বিষয়ক মতবিনিময়
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন ।
উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জয়পুরহাটের অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক
আনোয়ার পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, পৌর মেয়র
সিরাজুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও
আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার
নাদিমসহ সকল ইউপি চেয়ারম্যান, সচিব, পৌর কাউন্সিলর ও
ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য, গ্রামপুলিশ, উপজেলা
প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও
বিভিন্ন শ্রেণি পেশা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।