January 3, 2025, 4:17 am
কেশবপুর প্রতিনিধিঃ আগামী ১অক্টোবর থেকে সনাতন ধর্মের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপূজা শুরু হবে। কেশবপুরে সরকারী নির্দেশনা মেনে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে পূজা মন্ডবগুলোতে আলোকসজ্জা স্থগিত করা হয়েছে। এছাড়াও বিজয় দশমীর দিনে রাত ৮ টার মধ্যেই বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবার কেশবপুরে ৯২ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। বিশৃংখলা রোধে প্রতিটা মন্দির সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
কেশবপুর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ১৭সেপ্টেম্বর সন্ধ্যায় বালিয়াডাঙ্গা দেবালয় প্রাঙ্গনে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সরকার এর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়ের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কেশবপুর থানা সেকেন্ড অফিসার উপপরিদর্শক লিখন কুমার সরকার, বিভিন্ন ইউনিয়ন পূজা পরিষদের নেতাদের মধ্যে পঙ্কজ রায়, তুষার কান্তি বৈরাগী, সুজিত কুমার কুন্ড, কার্তিক রায়, নন্দ দুলাল বসু, তৃপ্তি রায়, ছয় স্বপন কুমার মুখার্জী, প্রদীপ ব্যানার্জী, প্রদত্ত বিশ্বাস, হরেন্দ্রনাথ সরকার, কার্তিক আঢ্য, সভাপতি লক্ষন সরকার । এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর শাখার সহ সভাপতি দুলাল চন্দ্র সাহা, পঙ্কজ দাস, সাংবাদিক তন্ময় মিত্র বাপী প্রমুখ।
মোঃ জাকির হোসেন
কেশবপুর,যশোর।।