বানারীপাড়ার প্রবীন শিক্ষক আক্কাস আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের সকলের প্রাণবন্ত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কাস আলী খান (৮৫) হৃদ স্পন্দন বন্ধ হয়ে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় মারা গেছে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিক্ষক আক্কাস আলী খানের বড় ছেলে গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ও বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল জানান গত বৃহস্পতিবার রাতে তার বাবা ( আক্কাস স্যার) বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়। এর পরে কিছুটা সুস্থতা অনুভব করলে শনিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বরিশালের কালুশাহ সড়ক এলাকায় তার মেয়ে পুলিশ পরিদর্শক পল্লবীর বাসায় নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষন পরে ওই বাড়িতেই তিনি মৃত্যু বরন করেন। মুহূর্তেই বানারীপাড়ার প্রিয় এ ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শোকের ছায়া নেমে আসে বানারীপাড়ায়। মৃত্যুকালে প্রিয় আক্কাস স্যার দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সাংসদ মোঃ শাহে আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা প্রমূখ।রবিবার সকালে তৃতীয় জানাযার নামাজ শেষে সলিয়া বাকপুর ইউনিয়নের চৌয়ারী পাড়া গ্রামে শিক্ষক আক্কাস আলী খানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত, ফয়েজ আহমেদ, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সংবাদকর্মী আব্দুল আউয়াল প্রমূখ।

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *