পাইকগাছার চাদঁখালীতে খাস খালের বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসন

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছার চাঁদখালীতে আমন মৌসুম সহ দীর্ঘদিনের জলবদ্ধতা নিরসনে খাস খালের বাঁধ কর্তন ও নেটপাটা অপসরনের ধারাবাহিকতায় শনিবার ফেদুয়ার আবাদ উটকাঠি খাল অবমুক্ত করা হয়। ভুক্তভোগীরা জানান, এর ফলে প্রায় ৩ হাজার একর ধানের জমির জলাবদ্ধতা নিরসন হয়েছে।
অভিযোগ রয়েছে, ফেদুয়ার আবাদ উটখালী সরকারী খাস খাল দখল করে রেখেছিলেন ফেদুয়ার আবাদ গ্রামের নলিত বিশ্বাসের ছেলে সন্তোষ বিশ্বাস, অসিম বাছাড়ের স্ত্রী ডলি বাছাড়, আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সোবহান, সোহরাব গাজীর ছেলে আব্দুর রহমান ,ওয়ায়েজ করনী, চক কাওয়ালী গ্রামের আনোয়ার গাজীর ছেলে শাহিনুর রহমান, কাটাবুনিয়া গ্রামের সাজ্জাদ গাজীর ছেলে আব্দুর রহমান গাজী, কালিদাসপুর গ্রামের ইয়াকুব আলী গাজীর ছেলে শাহাদাত গাজী, ছবেদ আলী গাজীর ছেলে কুবাত গাজী এবং কালুয়ার ডাঙ্গা গ্রামের ফয়েজউদ্দীন ঢালীর ছেলে কামাল ঢালী।জলাবদ্ধতা নিরসনে পানি সরবরাহে বাঁধ কর্তনের নির্দেশনা দেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বাঁধ কর্তন অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, ইউপি সদস্য এস্নোয়ারা বেগম, মোঃ আনিসুর রহমান ও লস্কর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ কামরুল হাসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *