January 2, 2025, 10:59 pm
আগৈলঝাড়ারা প্রতিনিধিঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে বাশাইল হাফেজিয়া মাদ্রাসার (প্রকাশ বাশাইল দারুল উলুম মাদ্রাসা) নতুন ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের নতুন ভবনে স্থানান্তর ও মুহতামিম হাফেজ শাহাবুদ্দিন হাওলাদারের বিদায় সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম আলী আহমেদ সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি।বাশাইল হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের নতুন ভবনে স্থানান্তর ও মুহতামিম হাফেজ শাহাবুদ্দিন হাওলাদারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহিদুল করিম বিচারপতি সুপ্রিম কোর্ট।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম অতিরিক্ত বিচারপতি সুপ্রিম কোর্ট, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাহাবুবুল করিমসহ মাদ্রাসা পরিচালনা কমিটি ও
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আব্দুর রহমান। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসা উন্নয়নের জন্য আশা ব্যক্ত করেন।