সোনাইমুড়ীতে ১০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

রফিকুল ইসলাম সুমন( নোয়াখালী) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১গ্রেফতারকৃত ইমাম হাসান ওরফে ফাহাদ (২৫) উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের ভাওরকোট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার দেওটি ইউনিয়নের কড়িহাটি পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারি ফাহাদ দীর্ঘদিন যাবত আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ বিদেশী মদ ফেনী ও কুমিল্লা জেলা থেকে সংগ্রহ করে। এরপর নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় খুচরা মূল্যে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *