নাজিম উদ্দিন রানা,লক্ষীপুর প্রতিনিধি।।
লক্ষীপুর সদর উপজেলা ১৭নং ইউনিয়নে ভবানীগঞ্জ কমলনগর বর্ডার উওর চরউভূতি ৪ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা আজাদের বসত বাড়ির চলাচলের রাস্তা বিল বোর্ড ফেস্টুন লাগিয়ে দখল করার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী আজাদ এই প্রতিনিধিকে বলেন
আমার বাড়িতে যাতায়াতের জন্য রাস্তার জায়গা না থাকাই আমি স্থানীয় নুর নাহার বর্তমানে এই জায়গাটি দখল শর্তে মালিক থাকার কারনে আমি স্থানীয় কিছু গণ্যমান্য লোক জনকে সাক্ষী রেখে নুরনাহার থেকে জায়গাটি ক্রয় করি, বাড়িতে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করার জন্য,তার পর থেকে চলাচলের রাস্তাটি দিয়ে আমরা আসা যাওয়া করে আসছি বৃহস্পতিবার সকালে হঠাৎ করে স্থানীয় নামধারী সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা সুমন এবং রাসেল তাদের দলবল নিয়ে প্রথমে পেষ্টুন ব্যানার দিয়ে দখল করার চেষ্টা করে তখন আমরা তাদেরকে বাঁধা দিই,কিন্তু তারা কোনো কথা না শুনে লাগিয়ে দেন,তারপরে টিনের বেড়া দিয়ে দোকানঘর নির্মান করে দখল করার চেষ্টা করে,এই সময় আমি আমার স্ত্রী আমার মেয়ে সহ তাদের কে বাঁধা দিই,তখন সুমন রাসেল তাদের লোকজন সহ আমাকে আমার স্ত্রী,মেয়েকে বিভিন্ন হুমকি ধমকি দেই,এবং জমি রাস্তা দখল করার দৃশ্য ভিডিও ধারণ করলে আমার মেয়ে প্রবাসীর স্ত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিওগুলো ডিলিট করে দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে ।আজাদ আরও বলেন বর্তমানে এই বিষয় নিয়ে আমরা হুমকির মুখে রয়েছি, আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ অতি জরুরী কামনা করি।
জমি বিত্রুিতা নুর নাহার এই প্রতিনিধিকে জানান আজাদ এর বাড়িতে চলাচলে কোন রাস্তা না থাকায় আমি দখল শর্তে মালিক হয়ে জমিটি গত কিছু দিন আগে আজাদদের কাছে বিক্রি করি,বিক্রি করার কিছুদিন পরে সুমন তার লোকজন নিয়ে জমিটি দখল করার চেষ্টা করে।
চলাচলের রাস্তা জমি দখল করার বিষয়ে সাবেক যুবলীগ নেতা সুমনের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিনিধিকে বলেন,জমি দখল করার বিষয়ে আমি কিছু জানি না ঘটনারদিন আমি ওইখানে যাইনি,ব্যানার পেষ্টুনের বিষয় জানতে চাইলে তিনি বলেন আগ থেকে ওইখানে ব্যানার পেষ্টুন দেওয়া ছিলো।
Leave a Reply