December 26, 2024, 4:27 pm
বি এম মনির হোসেনঃ-
“বঙ্গবন্ধুর বাংলাদেশ নিরাপদ মাছে ভরবো দেশ” এই প্রাতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র প্রতিষ্ঠিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের পুকুরে ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় ২০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন বাংলাদেশ কৃষকলীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত মইন আবদুল্লাহ ,
বরিশাল জেলা আওয়ামীলিগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুললাহ, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন আরও উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ আশিকুর রহমান, জেলা মৎস্য অফিসার মোঃ আসাদুজ্জামান, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহম্মদ আলম, গৌরনদী পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ও কাউন্সিলার মোঃ আলামিন হাওলাদার, গৌরনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আগৈলঝারা গৌরনদীর অনন্য নেত্রীবৃন্দ গন।