January 3, 2025, 8:39 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ২০২২। সম্মেলনকে ঘিরে স্থাবীয় নেতাকর্মীদের মাঝে ছিলো উৎসব ও আনন্দ মোখর পরিবেশ।নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে শেষ হয়েছে ১৯বছরে অপেক্ষার প্রহর। সম্মেলনে এডভোকেট নিলুফার আমজুম পপি সভাপতি ও সোমনাথ সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১৪সেপ্টেম্বর)ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আলোচনার ভিত্তিতে এই কমিটি অনুমোদন করেন। এর আগে বিকাল ৩টায় গৌরীপুর খেলার মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল সম্মেলনের উদ্ধোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ জহিরুল হক খোকা। গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় পরিষদের সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ম. নুরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, কৃষি বিষয়ক সম্পাদক ড. একেএম আব্দুর রফিক, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল,সদস্য নাজনীন আলম, এডভোকেট নীলুফার আনজুম পপি, সোমনাথ সাহা প্রমুখ।