সাত জনের মধ্যে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ জয়পুরহাটের এএসআই মাহাবুর রহমান

স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

রাজশাহী রেঞ্জের আগস্ট-২০২২ইং মাসের সার্বিক পারফরমেন্স বিবেচনায় জয়পুরহাট জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ সাতটি পুরস্কার প্রাপ্তদের মধ্যে এই বিভাগের জয়পুরহাট জেলা পুলিশের “শ্রেষ্ঠ এএসআই মাহবুব রহমান” নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ১১ ঘটিকায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে আগস্ট-২০২২ মাসের রাজশাহী রেঞ্জ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয়।

সভার শুরুতে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ রাজশাহী রেঞ্জের আগস্ট-২০২২ মাসের সার্বিক পারফরমেন্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে জয়পুরহাট জেলার ১ জন শ্রেষ্ঠ অফিসারসহ রেঞ্জের মোট ০৭ জন শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়।

রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, মহোদয়ের নিকট হতে সার্বিক পারফরমেন্স বিবেচনায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার, মোহাম্মদ নূরে আলম এর দিক নির্দেশনায় “শ্রেষ্ঠ এএসআই” হিসেবে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার এএসআই (নিঃ) মো. মাহাবুর রহমান,কে রাজশাহী রেঞ্জ ডিআইজি মহোদয় পুরষ্কার প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *