বরগুনায আমতলীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার।

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
সোমবার রাতে বরগুনার আমতলী উপজেলা আরপাঙ্গাশিয়া খালে একটি ট্রলার থেকে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃত চার ডাকাতকে মঙ্গলবার দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে কালাম মৃধা (৫০), ফোরকান প্যাদা (৩৬), নান্নু গাজী (৩০) ও শাহীন খান (২২)। এদের প্রত্যেকের বাড়ি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামে ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া খালে ৮-১০ জনের ডাকাতদল ট্রলারে এসে সোমবার রাত ১০ টার দিকে আড়পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে অবস্থান নেয় এবং দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ কালাম মৃধা (৫০), ফোরকান প্যাদা (৩৬) নান্নু গাজী (৩০) ও শাহীন খানকে (২২) আটক করতে সক্ষম হয়।পরে ট্রলারে তল্লাশী চালিয়ে দুটি ডেমি বন্দুক ও দশটি দেশীয় অস্ত্রসহ ট্রলার জব্দ করে।

এ ঘটনায় কালাম মৃধাকে প্রধান আসামী করে থানার ডাকাতির প্রস্ততি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আমতলী থানার একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার অফিসার ইন চার্জ একেএম মিজানুর রহমান বলেন, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সহযোগীদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *