December 26, 2024, 1:13 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস, এম, সিরাজুল ইসলাম হুদা পিপিএম নির্দেশনায় এবং ওসি ডিবি জেলা গোয়েন্দা শাখার এসআই/ মোঃ আসাদুজ্জামন এর নেতৃত্বে এসআই/ লিপন কুমার বসাক, এএসআই/ নয়ন দেবনাথ ও সঙ্গীয় ফোর্সসহ বোদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ০৪ নং কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের অন্তর্গত নাজিরগঞ্জ গ্রামস্থ ধৃত আসামি ১| মোঃ লালু (৪২), পিতাঃ মোঃ ইমরান আলী সাং- নাজিরগঞ্জ, থানা -বোদা, জেলা- পঞ্চগড়কে তার বসত বাড়ি হইতে ৫০০ গ্রাম গাঁজা ও ০৫ (পাঁচ) বোতল বিদেশী মদ সহ ১০/০৯/২০২২ খ্রিঃ সময় রাত্রী ০৪.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করেন। এ বিষয়ে বোদা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।