January 2, 2025, 6:38 pm
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ১০ বছরের শিশু অভি দে।এখনো প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ হয়নি তার।শৈশবের অবয়ব এখনো চোখে মুখে বিদ্যমান রয়েছে । কিন্তু এই ছোট্ট বয়সে মানবিকতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলো এই শিশু বালকটি।ভিডিও ফুটেজ এর একটি ছবিতে বালকটিকে দেখা যায় এক বয়ষ্ক আমড়া বিক্রেতার ভ্যানগাড়িটিকে উঁচুটিলা থেকে তুলতে সহায়তা করছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার সময় বিদ্যালয়ে যাওয়ার পথে ভ্যানচালকের কষ্ট দেখে স্বইচ্ছায় ছুটে এসে গাড়িটাকে উপরে তুলে আনতে সহায়তা করে সে।সে সময় এই মানবিক দৃশ্যটি নজড়ে পড়ে ইমতিয়াজ উদ্দিন হেলাল নামের এক তরুণ যুবকের। তিনি সে সময় দৃশ্যটি তার মুঠোফোনে ধারণ করে ফেইসবুকে তার টাইমলাইনে শেয়ার করেন। আর তাতেই প্রশংসায় ছেয়ে যায় ফেইসবুক ওয়াল।
জানা যায়, ছাত্রটি পানছড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিবু দেব এর একমাত্র ছেলে অরিয়ান দে।সে আদর্শ শিশু বিদ্যা নিকেতনে চতুর্থ শ্রেণিতে পড়ে।
তার এমন মানবিক ও ভালো কাজে সন্তুষ্ট পরিবার ও এলাকাবাসী।