জামিনে মুক্তি পেলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আকরাম

মোঃতরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা থেকে ,
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও শেখ জাকির চেয়ারম্যানের ছোট ভাই শেখ আকরাম হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।
রবিবার কুমিল্লা ৮ নং আমলী আদালতের সিনিয়র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের আদালতে শেখ আকরাম হোসেনের আইনজীবী এ্যাডভোকেট তানভীর আহম্মেদ ফয়সাল মামলার বিস্তারিত তুলে ধরে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এসময় ২নং আসমী রাকিব হাছান আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকেও জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য এর আগে ৮ সেপ্টেম্বর একটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে দৌলতপুর গ্রামের ইকবাল হোসেন স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আকরামের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় নানা নাটকীয়তার পর শেখ আকরামকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেন।
রবিবার আদালত তাকে জামিনে মুক্তি দিলে নেতাকর্মীরা ফুলেল মালা দিয়ে বরণ করে নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *