December 26, 2024, 11:46 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী বাজার সংলগ্ন এলাকায় হইতে ১৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ রফিকুল ইসলাম,নামের ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, এর নেতৃত্বে এস আই/নুর আলম সরকার,ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাট সদর থানাধীন বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী বাজারস্থ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের সামনে কুড়িগ্রাম হইতে রংপুরগামী মহাসড়কের উপর হইতে মোঃ রফিকুল ইসলাম, এর হেফাজতে থাকা ১৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় -মামলা নং- ১৬, ধারা – ৩৬(১) সারণির ১৩(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।
হাসমত উল্ল্যাহ।