December 26, 2024, 5:40 pm
আল আমিন মোল্লা
স্টাফ রিপোর্ট
চুয়াডাঙ্গা জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ) সিদ্ধার্থ মন্ডল, এএসআই (নিঃ) মোঃ মোখলেছুর রহমান, এএসআই (নিঃ) মোঃ সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন ইসলামপুর মোড়স্থ মেসার্স নিউ অটো ফার্ণিচারের সামনে পাঁকা রাস্তার উপর হইতে অদ্য ০৯.০৯.২০২২ খ্রিঃ ১৮.৩০ ঘটিকার সময় ৪৮ বোতল ফেন্সিডিল যা ইজিবাইকের ভিতরে অভিনব কায়দায় সাজানো অবস্থায় ধৃত আসামী ১. মোঃ হারুন মন্ডল (৩০), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, ২। মোঃ বজলুর রহমান @ পুটকে (৫২), পিতা-মোঃ রওশন আলী, উভয় সাং-নতুনপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়ের হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।