May 11, 2025, 4:04 pm
রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী,
লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, একই সঙ্গে সব মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
জানা গেছে, পূর্ব মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।
এদিকে লঘুচাপের প্রভাবে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকে পটুয়াখালী উপকূলের কোথাও কোথাও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। তবে সাগরের অবস্থা অনেকটা স্বাভাবিক রয়েছে
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুফি জানান, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সব মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
তবে কিছুসংখ্যক জেলে নিরাপদে আশ্রয় নিলেও অধিকাংশ জেলের ট্রলারই এখনো সাগরেই অবস্থান করছে।
রফিকুল ইসলাম
রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।।