December 26, 2024, 11:17 am
আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বানারীপাড়ায় মন্দিরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী সৌরভ হালদারের (১৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের সুরেশ হালদারের ছেলে এবং সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী। জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে সৌরভ আলতা সৎ সঙ্ঘ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছাশ্রমে কাজ করছিলো। দুপুর ২টার দিকে রান্নার কাজে পানির জন্য মটরের সূইচ অন করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মন্দিরের লোকজন অচেতন অবস্থায় সৌরভকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ১৫ সেপ্টেম্বর অনুষ্টিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের মাত্র এক সপ্তাহ আগে সৌরভকে হারিয়ে মা-বাবা পাগলপ্রায়। সৌরভ হালদারের অকাল মৃত্যুতে তার আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠিসহ সকলের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
আব্দুল আউয়াল
বানারীপাড়া, বরিশাল প্রতিনিধি।