January 2, 2025, 4:37 pm
মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-
দীর্ঘ দিন অপেক্ষার অবসান ঘটিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা রাজস্ব খাত থেকে ৬.৫ লক্ষ টাকা অর্থ ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরাল নির্মিত করা হয়েছে।
মুরালের পাদদেশে গ্রানাইট পাথর ব্যবহৃত করা হয়েছে। বঙ্গবন্ধুর মুরাল সৌন্দর্য বর্ধনের বিভিন্ন দিক নির্দেশনা দেন স্থানীয় সংদ সদস্য এ্যাড শফিকুল আজম খাঁন চঞ্চল।
২০১৬ ইং সালে মুরালটি নির্মানের দিক নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়েছে চলতি বছরে ১৫ আগষ্ট । মুরালটি নির্মান সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সর্বস্তরের জনগণ নব-নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
মহেশপুর উপজেলা প্রকৌশলী জনাব সৈয়দ আকাশ শাহারিয়ার জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপনের মধ্যদিয়ে মহেশপুর এক নতুন যুগের সুচনা হয়েছে। সর্বস্তরের জনগন এলজিইডির উন্নয়নমুলক কার্যক্রমের সুফল ভোগ করছেন। এছাড়া আগামীতে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।