December 26, 2024, 4:04 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়; ০৭/০৯/২০২২ তেতুলিয়া মডেল থানা ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পরিদর্শন করেন-
_এস,_এম,_সিরাজুল_হুদা,_পিপিএম,_পুলিশ_ সুপার_পঞ্চগড়
পরিদর্শন উপলক্ষ্যে পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা জানান অফিসার্স ইনচার্জ তেতুলিয়া মডেল থানা আবু সাঈদ চৌধুরী।
ফুলেল শুভেচ্ছা শেষে তেতুলিয়া মডেল থানার একটি চৌকস দল অফিসার্স ইনচার্জ, মোঃ আবু সাঈদ চৌধুরীর, তেতুলিয়া মডেল থানার নেতৃত্বে থানা প্রাঙ্গণে পুলিশ সুপার সালাম প্রদর্শন করে।
পরে পুলিশ সুপার তেতুলিয়া মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তেতুলিয়া মডেল থানার বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন।
তেতুলিয়া মডেল থানা পরিদর্শন শেষে বাংলাবান্ধা ইমিগ্রেশন পরিদর্শনে যান। সেখানেও ফুলের শুভেচ্ছা জানান ইনচার্জ বাংলাবান্ধা ইমিগ্রেশন মোঃ নজরুল ইসলাম।
ফুলেল শুভেচ্ছা শেষে পুলিশ সুপার বাংলাবান্ধা ইমিগ্রেশন এর সকল অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।