January 15, 2025, 10:33 am
(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আজ ৭সেপ্টেম্বর-২২ রোজ বুধবার জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ পরিবারের সকল নেতৃবৃন্দের সম্মতিতে পুনরায় সভাপতি মোঃ সাত্তার মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে আশু বিশ্বাস হিসেবে বহাল রাখা হয়েছে।
উক্ত এ কর্মসূচীতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মোঃ জানু শিকদার এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ কামাল উদ্দিন পাটোয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নূর হোসেন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি চিন্তাহরণ শর্মা, সাংঠনিক সম্পাদক দীপন ধর, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়া, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান, উপজেলা সৈনিকলীগ সভাপতি বাবলু চৌধুরী ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম মিডিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সাত্তার মিয়া সভাপতিত্ব করেন।
সঞ্চালনায় ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রোকন মিয়া, খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক অরুণ দে, রিকন চাকমা, সদর পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ দীন ইসলাম বাকের, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সমির বড়ুয়া, মুবাছড়ি ইউনিয়ন হতে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগ সমর্থক কংজরি মারমা, মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মনিশংকর চৌধুরী,সদর ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক অনিক বিশ্বাস, মহালছড়ি সরকারি কলেজ সভাপতি মোঃ হামিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।