আগৈলঝাড়ার রাজিহারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক ও জনপথ বিভাগের সড়ক ও খালের পাশে অবৈধভাবে নির্মিত সাতটি স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার স্টান্ডে (চৌমাথায়) স্থানীয় সেলিম পাইক, সেকেন্দার ফকির, কামরুল ফকির, ফজলু হাওলাদার, বাবলু খাঁ, সোহেল হাওলাদারসহ ছয়জনে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে। এঘটনা উপজেলা প্রশাসন জানতে পেরে মঙ্গলবার সকালে পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালতের আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ করেন। এসময় অবৈধ দোকানের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করেন করে দেওয়া হয়। একই অভিযানে রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী এলাকায় নির্মিত সেলিম পাইকের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসের সহকারী ছিদ্দিকুর রহমানসহ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *