থানায় অভিযোগ পটিয়ায় দুই সন্তান নিয়ে গাড়ি চালকের স্ত্রী উধাও

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব আজিমপুর শেখ পাড়া
গ্রামের সিএনজি চালকের স্ত্রী আসমা বেগম নিপা (২৭) দুই সন্তান নিয়ে উধাও হয়ে গেছে। এ ঘটনায় সিএনজি চালক গত শুক্রবার পটিয়া থানায় একটি অভিযোগ
দায়ের করেছেন। গত তিন দিনেও পুলিশ ক্লু উদ্ধার করতে পারেনি। নিপা গাড়ি চালক নুরুল আবছারের স্ত্রী।জানা গেছে, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের মোস্তাফিজুর
রহমানের কন্যার সঙ্গে ২০১৪ সালে কচুয়াই ইউনিয়নের শেখ পাড়া গ্রামের আবদুল কাদেরের পুত্র নুরুল আবছারে মধ্যে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক
কন্যা সন্তান রয়েছে। গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিপা ঘর বের হয়ে যায়। এসময় দুই সন্তানকে নিয়ে যায়। গাড়ি চালক নুরুল আবছার জানিয়েছেন, যে
দিন তার স্ত্রী ঘর থেকে বের হন, ওইদিন সে গাড়ি নিয়ে সকাল ৬টায় ভাড়া নিয়ে যান। তিনি দুপুর ২টার দিকে বাড়ি ফিরে ভাত খেয়ে বিশ্রাম নেন। পরবর্তীতে বেলা সাড়ে ৩টার দিকে গাড়ি নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে পুনরায় বের হয়।
এর মধ্যে সন্ধ্যায় দুই সন্তান নিয়ে স্ত্রী নিপা উধাও হয়ে যায়। কি কারণে
উধাও হয়েছে তা তিনি জানেন না। তবে বাড়ির পাশের দোকানদার ও ভাগিনা সাকিব নিপাকে চলে যেতে দেখেছেন। পটিয়া থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গাড়ি চালকের স্ত্রী
দুই সন্তান নিয়ে উধাও হওয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। কোথায় চলে
গেছে তা অনুসন্ধান চলছে। তবে মোবাইল ফোন ব্যবহার না করার কারণে খোঁজে পেতে একটু কষ্ট হচ্ছে। এ ঘটনায় গাড়ি চালক আবছার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *