কমিউনিটি ক্লিনিক সাধারণ গরীব মানুষের বিপদের বন্ধু হিসাবে কাজ করছে- জাপা নেতা ইদ্রিস আলী

আরিফ রববানী ময়মনসিংহ।।
জাপান ইন্টারন্যাশনাল (জাইকা)এর উদ্যোগে ৫ সেপ্টেম্বর ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া কমিউনিটি ক্লিনিক এর সাপোর্ট গ্রুপের এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় সভাপতিত্ব করেন ক্লিনিক এর সভাপতি রুবেল মেম্বার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাপা নেতা ইদ্রিস আলী।

প্রধান অতিথির বক্তব্যে জাপা নেতা ইদ্রিস আলী বলেন,কমিউনিটি ক্লিনিক প্রান্তিক জনগোষ্ঠীর বিপদের বন্ধু হিসাবে কাজ করছে। তিনি বলেন- করোনাককালে যখন করোনা ভাইরাস এর টিকা নিতে শহরে যেতে হতো,তখন অনেকেই যাতায়াতসহ বিভিন্ন সমস্যার কারণে টিকা নিতে আগ্রহ দেখায়নি, বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য করোনা টিকা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকে করোনা টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো,ফলে প্রান্তিক মানুষকে টিকা দেওয়ার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছিল, তা সফল হয়েছে। সারাদেশের ক্লিনিক গুলোতে দেখা গেছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো লাইন ধরে টিকা নিয়েছে। বাড়ির আশে পাশে টিকা দেওয়ার কারণেই এই সফলতা এসেছে। অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে চায়নি, যখন দেখলেন বাড়ির কাছেই টিকা পাওয়া যাচ্ছে, তখন তারা টিকা নিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা সরকার,
চর হাসাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল উদ্দিন মাস্টার,সিএইচ সি পি ইন্সপেক্টর শাহানারা বিলকিস, পরিবার পরিকল্পনা সহকারি
মাহমুদা আক্তার , ফাতেমা খাতুনসহ ক্লিনিক কমিটি বৃন্দ সাপোর্ট গ্রুপ এর পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ এবং এলাকাবাসির অনেকেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *