January 15, 2025, 8:02 am
মিঠুন সাহা, খাগড়াছড়ি পার্বত্য
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ির ইউনিট এর আওতায় পানছড়ি উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ে যুব রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় প্রথম পর্যায়ে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মৌলিক প্রশিক্ষণ এর উদ্ভোধন করেন উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য রফিকুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য ও যুব রেডক্রিসেন্ট পানছড়ি উপজেলা ইউনিটের সাবেক যুব প্রধান রায়হান আহম্মেদ,রেডক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিট এর আজীবন সদস্য সিরাজুল ইসলাম, আল আমিন, সাংবাদিক মিঠুন সাহা,শিক্ষক শিধু সরকারসহ প্রমুখ।
দ্বিতীয় ধাপে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে রেডক্রিসেন্ট এর জন্ম, ইতিহাস, মূলনীতি, প্রতীক ও
প্রাথমিক চিকিৎসা মধ্যে রক্তপাত,পোড়া,হাড় ভাঙা,
ফিট মুর্চা সহ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেন পানছড়ি উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ।
রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান ও রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য রায়হান আহম্মেদ বলেনঃ উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাই।তিনি আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ করাতে সহযোগিতা করেছেন।তবে দুঃখজনক হলেও সত্যি রেডক্রিসেন্ট এর মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা করানোর জন্য সরকারি নির্দেশনা থাকা স্বত্তেও অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই বিষয়ে গুরুত্ব দেন না।ফলে আমাদের সমাজের ছেলে মেয়েরা প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত জ্ঞানগুলো অর্জন করতে পারেনা।