September 15, 2025, 8:57 pm
মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত চার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০৪ সেপ্টেম্বর )ভোর রাতে উপজেলার আওতাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়,ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নির্দেশে এ এস আই কাজী রাসেল, এসআই মোঃনোমান সিদ্দিকী,এসআই মোঃ আব্দুর রশিদ, এস আই মিরাজের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতাকৃত আসামীরা হলেন, ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া চরপাড়া এলাকার সুর ত আলম সিকদারের ছেলে আবু জাবির আহম্মদ, একই এলাকার মোঃ ভুলু মিয়ার ছেলে মোঃ মোরশেদ,একই ইউনিয়নের জাগির পাড়া এলাকার মোঃ হাবিব উল্লাহর ছেলে জয়নাল,
ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম বোয়ালখালী সাতজোলা কাটা এলাকার মৃত দানু মিয়ার ছেলে আবু তৈয়ব।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন
গ্রেফতারী পরোয়ানাভুক্তদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।