September 19, 2025, 7:10 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে উপজেলা কৃষকলীগের আব্দুস সাত্তার সভাপতি ও দুলাল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। শনিবার সুজানগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মতামতের ভিত্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এর আগে এদিন সকালে উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহিদ। বাংলাদেশ কৃষকলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল হোসেনের স ালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় কৃষকলীগের প্রাণী ও মৎস্য বিষয়ক সম্পাদক কৃসিবিদ শামছুজ্জামান বিপ্লব ও সদস্য আবুল খায়ের নাঈম । প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো.তৌফিকুল আলম তৌফিক। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আব্দুল মতিন, জেলা কৃষকলীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব ও পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।