গোদাগাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ

নিজস্ব প্রকিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ীতে ২০২১-২২ অর্থ বছরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা। (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক প্রকল্পের আওতায় গোদাগাড়ী উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলা শহীদ মিনার চত্তরে এ শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (গোদাগাড়ী-তানোর) রাজশাহী-১ আসনের সংসদ, সাবেক শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়জুদ্দিন বিশ্বাস, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম, রাজনৈতিক নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধিজন উপস্থিত ছিলেন।

গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র ছাত্রীদের মাঝে ১১৫ টি বাইসাইকেল বিতরণ এবং ৩ শ ৫৫ জন ছাত্র ছাত্রীকে চেক প্রদানসহ মোট ৪ শ ৭০ জন জন শিক্ষার্থীর মাঝে ১৮ লাখ,৪০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *