মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ,বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে ওসি কামালের আহবান।

ময়মনসিংহে জনগণের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষে মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় নগরীর শম্ভুগঞ্জ ৩২/৩৩ নং ওয়ার্ডের সীমানা কুড়ের পাড় এলাকায় নূরে মদিনা বন্ধু মহল এর আয়োজনে প্রতিবাদী ও মাদক বিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি মাদক নির্মূলে ও জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হক মন্ডল,শাহজাহান মুনিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল পেশাশ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

এসয় ওসি শাহ কামাল আকন্দ বলেন- মাদকের ছোঁবল থেকে আমাদের প্রজন্মকে বাঁচাতে প্রতিটি পরিবার থেকে মাদক রোধের কাজ শুরু করতে হবে। সন্তানের চলাফেরার গতি লক্ষ্য করতে হবে, যেন সে মাদকে আসক্ত না হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *