May 9, 2025, 12:27 pm
মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যেগে অভিযান চালানো হয়েছে। বুধবার (৩১ আগস্ট) পৌর এলাকার পঞ্চগড় বাজারে এই অভিযান চালানো হয়। উক্ত অভিযানকালে দুই দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বাজারজাত করণের অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩৫কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। জেলা প্রশাসন পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল-আল-মামুন কাওসার শেখ ও সায়েদা খানম লিজা নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ বিভাগ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল-আল-মামুন কাওসার শেখ বলেন, এ ধরণের অভিযান অব্যহত থাকবে।