December 27, 2024, 1:26 am
এম এ আলিম রিপন,সুজানগরঃ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে মঙ্গলবার পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ-কাশিনাথপুর সড়কের নারায়ণপুর এলাকার রাস্তার পাশ থেকে শ্রী গণেশ সরকার(৪৮) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিএনজি চালক শ্রী গণেশ উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের শ্রী কানাই লাল সরকারের ছেলে। সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, মঙ্গলবার ভোরে রাস্তার পাশে রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দিলে তারা বিষয়টি জানতে পারে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরও জানান, নিহত সিএনজি চালক শ্রী গণেশ সন্ধ্যার পর থেকে সারারাত সিএনজি চালাতেন। এদিনও তিনি সারারাত গাড়ি চালিয়ে নাজিরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ভোররাত ৪টার দিকে স্থানীয় একটি দোকান থেকে চা পান করে সিএনজি চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজ বাড়িতে যাবার পথে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে গেলে চালক শ্রী গণেশ গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় দুমড়ে-মুচড়ে যাওয়া যাওয়া সিএনজিটিও উদ্ধার করা হয়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে বলেও জানান ওসি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।