পাইকগাছার গদাইপুরের বিভিন্ন নার্সারি থেকে একাধিক টিউওয়েল চুরি;থানায় জিডি

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।পাইকগাছার গদাইপুর এলাকার বিভিন্ন নার্সারি থেকে পর্যায়ক্রমে একাধিক টিউওয়েল চুরি হয়েছে। ফলে নার্সারি মালিকরা চাঁরা গাছে সেচ দিতে বিপাকে পড়েছে। এ বিষয়ে পাইকগাছা থানায় জিডি হয়েছে।
জিডি ও নার্সারি মালিক সমিতি সুত্রে জানাযায়, উপজেলার গদাইপুর ইউনিয়নে কয়েক শো নার্সারি রয়েছে। এসব নার্সারি থেকে গত ২৪ ও ২৫ আগষ্ট রাতে লেয়াকত, গপ্ফার, রাজীব, আকবার, ইনসাফ, মনিরুল, সাহেব আলীসহ বিভিন্ন নার্সারি থেকে টিউবওয়েল, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে চোরেরা। হঠাৎ করে রাতে নার্সারিতে চুরি বৃদ্ধি পাওয়ায় মালিকরা বিপকে পড়েছে। চুরি বন্ধে ও সচেতনতা বৃদ্ধির জন্য নার্সারি মালিক সমিতি এলাকায় পাইকে প্রচার করেছে। চুরি বিষয়ে নার্সারি মালিক মনিরুল মোড়ল পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, চোরদের ধরার জোর চেষ্টা চলছে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *