December 27, 2024, 3:17 am
এইচ এম মাইনুল ইসলাম টিটু।
মহিপুর থানার ৭ নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভা সোমবার (২৫ আগষ্ট ) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত মোঃ দুলাল হাওলাদারকে ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
সভায় ৭ নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনসার মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জনাব রাশেদ নিজাম সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
সভায় সার্বিক বিষয়ে আলোচনা শেষে ১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য মোঃ দুলাল হাওলাদারকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।