January 2, 2025, 3:57 pm
আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উদযাপন করা হয়েছে। জানা গেছে, ২৬ আগস্ট শুক্রবার পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক
আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় পাঁচন্দর ইউপি ভবন চত্ত্বরে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন,
উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবুল বাসার সুজন,বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান, নাজিমুদ্দিন বাবু, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, হাজী সাইদুর রহমান সরকার আবু সাঈদ,আরিফ রায়হান তপন, কাউন্সিলর নাহিদ হাসান, রামিল হাসান সুইট,
বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি জিমি কাটার রনি, সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান মাহাম, সাংগঠনিক সম্পাদক মইফুল ইসলাম, মোর্শেদুল মোমেনিন রিয়াদ,তানভির রেজা ও পঙ্কজ হালদার প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিন আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে কর্মসুচিতে এমপির অংশগ্রহণের খবরে জনতার ঢল নামে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভা জনসভায় রুপ নেয়। আর এমন জনস্রোত প্রমাণ করেছে এমপি ফারুক চৌধূরী এখানো অপ্রতিদন্দী নেতৃত্ব তার কোনো বিকল্প নাই।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, ক্ষুদ্র পরিসরে আয়োজিত কর্মসুচিতে সাধারণ মানুষের এমন জনস্রোত দেখেও যারা শতবর্ষী-তিনপ্রজন্ম, সেভেনস্টার, পাপিয়া হয়ে ডালিয়ার ডানায় ভর করেছে তারা অর্বাচীন বা রাজনৈতিক বেকুব। এরা বোকার স্বর্গে বাস করছে। কারণ ফারুক চৌধুরীর জীবদ্দশায় তার বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগবিরোধীরাও কখানো কল্পনা করে না।