হাজতির স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ কারারক্ষীর বিরুদ্ধে

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে হাজতির স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে সহকারী প্রধান কারারক্ষী আলী হোসেনকে বদলি ও বিভাগীয় মামলার সুপারিশ করেছে জেলা কারাগার।

এবিষয়ে জেল সুপার বদরুদ্দোজা সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সহকারী প্রধান কারারক্ষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সেখানে অনৈতক অবস্থায় দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীদের সাথে বাকবিতন্ডা হলে কারাগারের সম্মানার্থে অন্য দুজন কারারক্ষী তাকে কারাগারে নিয়ে আসে কারাগার কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট)দুপুরে জেলা কারাগারের জেলার সফিকুল আলম এ তথ্য জানান। এর আগে গত বুধবার সকালে সহকারী প্রধান কারারক্ষী আলী হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে একমাস সাজাপ্রাপ্ত হাজতির স্ত্রীকে নিয়ে পঞ্চগড় শহরের তালমা এলাকার হিমালয় পার্কে ঘুরতে যান তিনি।

বিষয়টির সত্যতা পেলে তার বিরুদ্ধে বদলিসহ বিভাগীয় মামলার সুপারিশ করেন কর্তৃপক্ষ।
অভিযুক্ত সহকারী প্রধান কারারক্ষী আলী হোসেন জানান, আমার সাথে জরুরী কথা আছে সে জন্য আমাকে পার্কে ডেকে নেয় ওই নারী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *