পাইকগাছায় নিসচা’র উদ্যোগে আইডি কার্ড প্রদান ও দুস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরণ

ইমদাদুল হক,পাইকগাছা,(খুলনা)।।
নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন, নিসচা সদস্যদের আইডি কার্ড প্রদান ও দুস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার কপিলমুনি বাজার ধান্য চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিসচা উপজেলা শাখার সভাপতি এইচএম শাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিসচা’র প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
বিশেষ অতিথি ছিলেন, নিসচা উপদেষ্টা ও থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, ফাঁড়ি ইনচার্জ ইমদাদুল হক, অধ্যক্ষ কবির আহমেদ, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়।
সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু’র স ায়নায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা নির্মল কান্তি মজুমদার, সাংবাদিক ও মানবাধিকার কর্মী পারভেজ মোহাম্মদ, নিসচা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য স্মীতা মন্ডল, আলহাজ¦ রফিকুল ইসলাম, মুজিবর রহমান ও দয়াল। অনুষ্ঠানে নিসচা’র উপদেষ্টা সহ সকল সদস্যদের আইডি কার্ড এবং এলাকার দুস্থ নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *