January 18, 2025, 8:13 am
মো:আজিজুল ইসলাম(ইমরান)
ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি ওজনের রুপার গহনা ও মোটর সাইকেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২২ আগষ্ট) দুপুরে সদর উপজেলার সাতানী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত রপার গহনার বর্তমান বাজার মূল্য ১৩ লাখ ৭ হাজার টাকা।
আটককৃত যুবকের নাম ফিরোজ রহমান (৩২)। সে সাতক্ষীরা শহরের চালতেতলা বাগান বাড়ি এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
পুলিশ জানায়, সাতক্ষীরার সাতানী সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এস.আই ফকির জুয়েল রানার নেতেৃত্বে এএসআই আনোয়ার, এএসআই লালন সহ পুলিশের একটি টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে মোটর সাইকেলযোগে আসা ফিরোজ রহমানকে তারা গতিরোধ করে তাকে আটক করে। এরপর তার মোটরসাইকেলের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১২ কেজি ওজনের রুপার গহনা জব্দ করে। জব্দকৃত রপার গহনার বর্তমান বাজার মূল্য ১৩ লাখ ৭ হাজার টাকা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. কাইয়ুম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।