২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জেলা ছাত্রলীগের কালো পতাকা মিছিল

২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড প্রতিবাদে এবং অপরাধীদের বিচারের দাবিতে কালো পাতাকা মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।

২১ আগস্ট রবিবার বেলা ১১ টার সময় লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এই কালো পতাকা মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় বক্তারা, ২০০৪ সালের ২১শে আগস্ট তৎকালিন বিএনপি- জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ নির্দেশে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা চেষ্টা এবং ২১ জন নেতাকর্মী হত্যাকারি তারেক রহমান সহ সকলকে অবিলম্বে আইনের আওয়াতায় এনে বিচার কাজ সম্পন্ন করার দাবি জানান।

সমাবেশে বক্তব্যে রাখেন, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম রকি, সাধারন সম্পাদক মোঃ শাহাদত হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মহসিন কবির সাগর প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *