২১আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বি এম মনির হোসেনঃ-

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গ্রেনেড হামলার প্রতিবাদে ২১ আগস্ট রবিবার সকাল এগারোটায় উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল আগৈলঝাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুণরায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যেশ্যে জামাত-বিএনপির পৃষ্ঠপোষকতায় তারেক জিয়ার নির্দেশে ২০০৪ সালের ২১আগষ্ট সন্ত্রাস বিরোধী সভা মঞ্চে বর্বোরোচিত গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় অভিযুক্তদের গ্রেফতার ও সাজাপ্রাপ্ত আসামীদের রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান বক্তারা। এসময় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ ও প্রিয় নেত্রীকে বাঁচাতে গিয়ে বোমার প্লিল্টারে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,ভাইস চেয়ারম্যান
রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *