January 15, 2025, 10:23 am
মোংলা প্রতিনিধি।
মোংলায় ছাত্র লীগের উদ্যোগে আলোচনা সভা বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগষ্ট) বেলা ১১ টায় মোংলা উপজেলা, পৌর ও কলেজ ছাত্র লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মোংলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে মোংলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করে। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র লীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত’র সভাপতিত্বে , আলোচনা সভায় বক্তারা ২১ আগষ্টের হামলাকারীদের ফাঁসির দাবি জানান এবং হামলায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যায় সাজাপ্রাপ্ত যেসব আসামী এখনো বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে ফিরে এনে রায় কার্যক্রমের দাবি জানাচ্ছি। ১৫ আগস্ট ও ২১ আগস্ট হামলায় পেছনে যারা ছিল, জীবিত বা মৃত যাই হোক না কেন, কমিশন গঠন করে তাদের সকলের নামের তালিকা জাতির সামনে তুলে ধরার দাবি জানাচ্ছি।
দেশের স্বাধীনতাকে মুছে ফেলতে চেয়েছিল খুনিচক্র। খুনিচক্রের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। সকল চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহীম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাস, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমী লীলা, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সজীব খান, পৌর ছাত্র লীগের সভাপতি কাজী রানা, সাধারণ সম্পাদক বাপ্পি শেখ, কলেজ ছাত্র লীগের সভাপতি সানি সাধারণ সম্পাদক রাসেল সহ মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সকল ইউনিয়ন ও পৌর ছাত্র লীগের সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সভা শেষে ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।