January 2, 2025, 7:36 pm
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া উপজেলার ছনহরা ষোড়শী বালা উচ্চবিদ্যালয়ে ১০ম ( সাধারণ ও ভোকেশনাল) ও ৯ম ভোকেশনাল শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের এক অভিভাবক সমাবেশ প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গনি মাইজভান্ডারির সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ওছমান আলমদার, প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবদুল গনি, সহকারী প্রধান শিক্ষীকা সুকৃতি রানি দে,শ্রেণি শিক্ষিকা নাসরিন আকতার ,অভিভাবক সদস্য উত্তম বৈদ্য,মুজিবুর রহমান,অভিভাবকের পক্ষে ছনহরা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য শাহিন আকতার, কাজী আবুল কালাম সওদাগর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক নিবেদন বিশ্বাস। এসময় বক্তারা বলেন,
শিক্ষার মানোন্নয়নে মা-বাবা তথা অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য এককভাবে শিক্ষক যথেষ্ট নয়। এখানে অভিভাবকের ভূমিকাও একটি মুখ্য বিষয়। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অভিভাবকদের ক্ষেত্রে সন্তানদের সঠিকভাবে সাহায্য করার বিষয়ে যথাযথ জ্ঞান থাকে না। তাই স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে স্কুলের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও সুযোগ সৃষ্টি করা অতীব প্রয়োজন।