December 26, 2024, 11:59 am
কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ২১শে আগস্ট প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে বিভিন্ন পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
নির্বাচন কমিশন জানায়, কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, গ্রন্থাগার সম্পাদক পদে ১ জন ও নির্বাহী সদস্য পদে ৮ জন প্রার্থী রয়েছেন।
তারা হলেন- সভাপতি পদে আশরাফ-উজ-জামান খান ও আজিজুর রহমান, সহ-সভাপতি পদে মোতাহার হোসাইন, আব্দুল হাই সিদ্দিকী ও রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী ও ওয়াজেদ খান, যুগ্ম সম্পাদক পদে উৎপল দে, সিদ্দিকুর রহমান ও আব্দুল্যাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান ও রুহুল আমিন, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান ও সোহেল পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীন ও সুশান্ত কুমার মল্লিক এবং গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।
তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র জমাদান ২৪ আগস্ট, মনোনয়ন পত্র বাছাই ২৫ আগস্ট ও মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬ আগস্ট। চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ২৭ আগস্ট। নির্বাচনের তারিখ ১১ সেপ্টেম্বর। মোট ভোটার ৫৮ জন। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পর পর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।