January 2, 2025, 11:39 pm
স্বরূপকাঠি (পিরোজপুর)প্রতিনিধি,
স্বরূপকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিমের আড়তসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক অপূর্ব অধিকারী,সহকারি পরিচালক সুমিত্র ও পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশিষ রায়। বরিশাল এপিবিএন সদস্যদের সহায়তায় জগন্নাথকাঠি বন্দরে মূল্য তালিকা না থাকায় সিকদার এন্ড সন্স ডিমের আড়তকে ৫ হাজারটাকা, সোয়াবিন তেলের বোতলের মুল্য তালিকা ঘষে উঠানোর দায়ে হাজী ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং কামারকাঠি এলাকায় মেয়াদোর্ত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মৌমিতা মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা সেনিটারী ইন্সেপেক্টও গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। ##