ঝড় হাওয়া, বৃষ্টিতে গোদাগাড়ীর মোশড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ ঘরবাড়ীর ব্যপক ক্ষতি

মোঃ হায়দার আলী, রাজশাহী থেকেঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রবল ঝড় বৃষ্টিতে মোশড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার টিনের চালা, মাটির ওয়াল পড়ে গেছে। দমকা হাওয়া ভারী বৃষ্টিতে ৩ নং পাকড়ী ইউনিয়ন পরিষদ এলাকার অনেক ঘর বাড়ি ক্ষতি হয়েছে। অধাপাঁকা, সবজিরও ব্যপক ক্ষতি হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৯ টার সময় পাকড়ী ইউনিয়নের উপর দিয়ে বয়ে যায় প্রবল ঝড় বৃষ্টি। ফলে ওই এলাকায় মোশড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার টিনের চাল ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। বাতাসের গতি বেগ আস্তে আস্তে বাড়তে থাকয় একপর্যায়ে স্কুলের চাল উড়ে যায়।

জানা গেছে, স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায়
মোশড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি ২০০০ সালে স্থাপিত হয়ে ২০০৫ সালে পাঠদানের প্রাথমিক অনুমোদন লাভ করে এবং ২০০৮ সালে একাডেমিক স্বীকৃতি পায়। প্রতিষ্ঠানটি এখনো এমপিও ভুক্ত হয় নি।
চারতলা একাডেমিক ভবন বরাদ্ধ পেয়েও জটিলতার করাণে সেটা নির্মান করা সম্ভাব হয় নি।
বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৭০ জন।২০০৭ সাল হতে এ শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষর্থীরা দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করছে এবং ফলাফল সন্তোষজনক। ২০২২ সালে ১৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষা পরীক্ষায় অংশ গ্রহন করবে বালে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে বয়ে যাওয়া ঝড়ে টিন-শেড ঘরের চাল উড়ে গেছে। এতে চারটি শ্রেণিকক্ষ, অফিসকক্ষের টিনের চালা উড়ে যাওয়ায়় পাঠদানের পরিবেশ একেবারে নষ্ট হয়ে যায়। উপজেলা পিআইও আবু বাশির বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমান উল্লেখ করে আমাকে আবেদন দিলে আমি সেটি জেলা প্রশাসক মহোদয়ের নিকট পাঠাবো। তারা কিছু অনুদান পেতে পারেন।

শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসাটির টিন-শেডের তৈরি ঘরের চালা নেই। টিনের চালা ও বেড়ার অংশ পাশের ফাঁকা জায়গায় পড়ে় আছে। ফলে কোনভাবে শ্রেণী কার্যক্রম চালু রাখা সম্ভাব নয় বলে এলাকাবাসি জানান।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *