January 2, 2025, 9:18 pm
মোঃ কাউছার ঊদ্দীন শরীফ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার অসহায় মানুষদের বসতবাড়ী দখলের চেষ্টায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার ১৯ আগস্ট দুপুরে বর্ণিত ইউনিয়নে অঙ্গীকার মাঠ এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, বর্ণিত এলাকার ১৯৯১ সাল থেকে পাহাড়ি দখলকৃত জমিতে বসবাস করে আচ্ছেন ১৮ পরিবার।
গত এক সপ্তাহ আগে থেকে এই নিরহ পরিবারদের রাতের আঁধারে এক প্রভাবশালী সিন্ডিকেট হুমকি দেওয়া হয়।
মনজুর আলম,আহমদ, সজুন,সাহাব উদ্দীন,আব্দু রহিম মনিরুল হক ভুট্টা,নুর মোহাম্মদ চৌকিদার জানান,স্থানীয় একটি দুস্কৃতিকারী চক্র আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ীর জমি দখলের জন্য নানাভাবে হুমকী-ধামকী দিয়ে মোটা অংকের অর্থ দাবী করিয়া আসছিল স্থানীয় একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আক্তার কামাল।এতে চরম আতংকের মধ্যে দিন কাটছে এই পরিবার গুলো।
অভিযুক্ত আক্তার কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এক জন সমাজ সেবক, এইখানে আমার কোনো জমি নেই এবং আমি কোনো অর্থ দাবী করি নাই।আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক অভিযোগ করিয়া মান হানি করার চেষ্টা চালানো হচ্ছে।
এবিষয়ে স্থানীয় বন বিভাগের কর্মকর্তা সাহিন আলম জানান, আমরা বৃক্ষ রোপণ করেছি কেউ দখল করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় এলাকার মাঈন উদ্দীন, রাশেদ,ওমর আলী, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিনসহ অনেকে জানান,এইটা বন বিভাগের জায়গা এইখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আচ্ছেন।কিছু দিন ধরে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট একটি দুস্কৃতিকারী চক্র নানাভাবে হুমকী-ধামকী দিয়ে মোটা অংকের অর্থ দাবী করেন।এতে চরম আতংকে রয়েছে এই অসহায় পরিবার গুলো। এই পরিবার গুলোর জীবনের নিরাপত্তা জন্য প্রভাবশালী সিন্ডিকেট কে গ্রেফতার পূবক আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় সাংবাদিক জানান, শুনেছি ৯১ সালের প্রলয়ংকরী ঘুর্ণিঝড়ের পর স্থানীয় ওমর আলি গং মেধাকচ্ছপিয়ার অঙ্গীকার মাঠ এলাকায় ভুমিহীন হিসেবে বনভুমিতে বসতি গড়ে। পরে ভিলেজার হিসেবে পাহাড়ের পাদদেশে হালচাষ করে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। এখন পাার্শবর্তী রেলের রাস্তা আসায় জমির দাম আকামচুম্বী। তবে তাকেসহ দীর্ঘদিন বসবাস করে আসা অসহায় পরিবারগুলোর ভিটে বাড়ি দখল পায়তারার অভিযোগ দুঃখজনক।