January 13, 2025, 11:40 pm
(খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়িতে আজ ১৮ আগস্ট কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগ কর্তৃক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত এ কর্মসূচীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ সভাপতি ও টাস্কফোর্সের চেয়ারম্যান ২৯৮নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সম্মানিত বিশেষ অতিথি সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা তাতু এবং বিশেষ অতিথি সহসভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, সহসভাপতি মনির খান, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক ও খাপাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জব্বার, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ প্রচার সম্পাদক নুরল আজম, জেলা আওয়ামী লীগের সদস্য শামিম, সদস্য নুরুল্লাহ হিরু এডভোকেট, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ এডভোকেট, জেলা আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ, জেলা যুবলীগ, জেলা সেচ্ছাসেবকলীগ, জেলা কৃষকলীগ, জেলা শ্রমিক লীগ, জেলা ছাত্রলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগের সভাপতি/সম্পাদকগণ ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইকবাল বাহার ও সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমা, সাবেক সভাপতি টিকো চাকমা উপস্থিত ছিলেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা নেত্রী অঞ্জলী ত্রিপুরা, লেখি চাকমা, বেনুকা ত্রিপুরা, বিউটি চৌধুরী, মুন্না চাকমা, মরিউম বেগম, নেন্সি মারমা, লিজা রানী ত্রিপুরা, বর্ষা ত্রিপুরা, টুনটুনি ত্রিপুরা(পাখি), বিনা ত্রিপুরা, তিশা ত্রিপুরা ও অনেক সমর্থকবৃন্দসহ মিডিয়া কর্মী।
জেলা টাউনহল প্রাঙ্গনে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ফুলেল শ্রদ্ধা পুষ্পস্তবক অর্পণ করেন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।